
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানে এই সভার সভাপতিত্ব করেন।
উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ওসি হাবিবুর রহমান, নিয়ামতপুর জোন পল্লী বিদ্যুতের ডেপুটি ম্যানেজার মোসাদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টুটু, উপজেলা জামায়তে আমীর নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।