দুর্বল ব্যাংকের গ্রাহকের জন্য সুখবর দিলেন গভর্নর

যেসব ব্যাংক গ্রাহকের টাকা দিতে পারছে না, তাদের জন্য সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর। আমানতকারীরা চলতি বছরই  টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন।

 মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় আহসান এইচ মনসুর এই কথা জানান।

অনুষ্ঠানে উপস্থিত একজন আহসান এইচ মনসুরকে দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে  তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকেই বলছি, আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না। আপনারা রেখেছেন। এখন সমাধান করতে হবে।

তিনি বলেন, ক্ষুদ্র ঋণের প্রভাবে দরিদ্রতা কমছে কি না, তা নিয়ে গবেষণা হওয়া উচিত। আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে।