
আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। সাধারণ করদাতারা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। আর কোম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত।
এর আগেও দুইবার সময় বাড়ানো হয়েছিল, এবার তৃতীয় দফা রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলো। এর আগে, দুই দফা সময় বাড়ানোর পর ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় এনবিআর।