
আজ (রবিবার) সকাল ৯টা ১০ মিনিটের সময়ে গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। এই মোনাজাতে দেশি-বিদেশি হাজারো মুসল্লি অংশগ্রহণ করে। মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় তাবলিগের মাওলানা জোবায়ের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের সাহেব।
মোনাজাতে নিজেদের গুনাহ মাফ চাওয়া হয় এবং বিশ্ব মুসলিম উম্মাদের জন্য দোয়া করা হয়। ‘হে আল্লাহ, আমাদের জানা–অজানা সব গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, আপনি এ দেশকে হেফাজত করেন, দেশের মানুষকে হেফাজত করেন। আপনি আমাদের ইচ্ছাকৃত–অনিচ্ছাকৃত সব গুনাহ মাফ করে দেন, আপনি আমাদের রক্ষা করুন’।
অনেক মুসল্লি আজকে সকালে গিয়ে মোনাজাতে অংশ নিয়েছেন। রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকাসহ দূরদূরান্তের হাজারো মুসল্লি মোনাজাতে অংশগ্রহণ করে দুহাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চান, মঙ্গল কামনা করেন দেশ, জাতি ও মানবতার।
এক দিন আগেই ঘোষণা করা হয়েছিল, মোনাজাত হবে সকাল ৯টায়। সে জন্য গতকাল শনিবার রাত ও আজ ভোর থেকেই মুসল্লিরা দলে দলে জড়ো হতে থাকেন টঙ্গীর ইজতেমা মাঠের দিকে। গতকাল রাতের মধ্যেই ভরে যায় পুরো ইজতেমা মাঠ। মাঠে জায়গা না পেয়ে হাজার হাজার লোক অবস্থান করেন সড়ক ও আশপাশের গলিতে। এ সময় আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।