
ফরিদপুরের সালথায় গলায় অস্ত্র ঠেকিয়ে এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (০৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে ডাকাতির এই ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বাড়িতে ডাকাতি হওয়া ওই সাংবাদিকের নাম সাইফুল ইসলাম, সে দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি।
সাংবাদিক সাইফুল ইসলাম জানান, ডাকাতেরা ভোর রাতের দিকে আমাদের বাড়িতে আমার মায়ের ঘরে প্রবেশ করে। এসময় আমার মায়ের ঘুম ভেঙে গেলে চোরেরা আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র (রামদা) ঠেকিয়ে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, আটভরি ওজনের একটা স্বর্ণের চেইন জামা-কাপড় সহ প্রায় এক লাখ টাকার মালামাল ডাকাতি করে পালিয়ে যায়। ডাকাতরা দুজন ছিলো, মা তাদের চিনতে পারে নাই। ডাকাতরা আর কোন ঘরে প্রবেশ করে নাই। তবে বাড়ির বাইরে অন্য স্থান থেকে চার কাধি কলা কেটে নিয়ে যায়।
এই বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।