
শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে চব্বিশের গণ–অভ্যুত্থানের ওপর লেখা জি এম রাজিব হোসেনের ‘দ্রোহের গ্রাফিতি’ প্রকাশনা উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের চর্চা ও বিকাশকে ভারত পছন্দ করছে না, ভারতের নীতিনির্ধারকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেটা ভালো।
কিন্তু তাঁকে ‘ফ্রি হ্যান্ড’ দেওয়া যে, সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে…পার্শ্ববর্তী দেশে থেকে উনি উসকানি দিচ্ছেন, একটা অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছেন এবং তাঁকে সমর্থন করছেন ভারতের নীতিনির্ধারকেরা।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমার অবাক লাগে, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ এবং সেখানকার গণমাধ্যম ও কিছু সাংবাদিক এমন নির্লজ্জের মতো বয়ান তৈরি করছে।
গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকদের সতর্ক পদক্ষেপ রাখার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ নিতে না পারে। প্রতি বিপ্লবের উঁকিঝুকি মারে সবসময়। এটাও মনে রাখতে হবে, এই উঁকিঝুঁকি যাতে না দিতে পারে।
আমাদের কাছে কিন্তু উদাহরণ আছে আমরা ব্রিটেনের বিপ্লব দেখেছি, সেখানে রাজা চার্লসের ছেলে আবার রাজা হয়ে এসেছে কিছু ভুলের কারণে। বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পর যে ভুলগুলো হয়েছে, সে ভুলগুলো যেন না হয়। সেটা দেখলে আর কোনো প্রতিবিপ্লব হবে না।