মান্দায় গভীর নলকূপের অপারেটর নিয়ে দ্বন্দ্বের অবসান! কৃষকের মুখে স্বস্তির হাসি

নওগাঁর মান্দায় গভীর নলকূপের অপারেটর নিয়োগ দ্বন্দ্বের অবসান, কৃষকের মুখে স্বস্তির হাসি। উপজেলার মৈনম ইউনিয়নের রামপুর মৌজায় অবস্থিত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর দ্বন্দ্বের নিরসন করা হয়েছে।
অপারেটর নিয়োগ দেওয়া হয় পাপিয়া আক্তারকে। পাপিয়াকে অপারেটর নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে অপর একটি পক্ষ অসন্তোষ প্রকাশ করে।
আ: বারিক নামে এক কৃষক বাদী হয়ে মান্দা উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমিডএ) এর সহকারী প্রকৌশলী বরাবর অপারেটর পরিবর্তনে দাবিতে লিখিত অভিযোগ করেন। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিরশনের লক্ষ্যে গভীর নলকুপটি সাময়িক বন্ধ ঘোষণা করেন।
গত ৫ ফেব্রুয়ারি উভয় পক্ষকের কৃষক গণের উপস্থিতিতে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এর সহকারী প্রকৌশলী মিজানুর রহমান যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই আনতে নলকূপটি পরিচালনার জন্য কমিটির সভাপতি ইলিয়াস আলীকে চাবি বুঝিয়ে দেন। সেই মোতাবেক ৬ ফেব্রুয়ারি সকাল অর্ধশত কৃষকদের উপস্থিতে নলকূপটি চালু করা হয়। এরপর থেকেই যথারীতি গভীর নলকূপটি সেচ কার্যক্রম চালু রয়েছে।
পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস আলী জানান কাগজপত্র যাচাই আনতে পরিচালনার জন্য আমাকে চাবি হস্তান্তর করলে সে মোতাবেক সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে একটি মহল গভীর নলকূপটি বন্ধ রয়েছে বলে গুজব ছড়াচ্ছে।
কৃষক মেহের আলী, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, খোকন, ইউনুস আলী, ওসমান ও টুনি বলেন, ইলিয়াস এবং আসাদুল দুই পক্ষের দ্বন্দ্বে বেশ কিছুদিন গভীর নলকূপটি বন্ধ ছিল। বর্তমানে গভীর নলকুপটি চালু রয়েছে আমরা পানি নিয়ে জমি চাষাবাদ করছি। সেচ পেয়ে খুশি সাধারণ কৃষকরা।
এ ঘটনায় অভিযোগকারী আঃ বারিক জানান, আগে একটু দ্বন্দ্ব ছিল এখন গভির নলকুপটি চালু রয়েছে। আমি এলাকার বাইরে আছি পরে আপনাকে বিস্তারিত জানাবো।
এ ব্যাপারে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বি এম ডিএ) এর সহকারী প্রকৌশলী এস এম মিজানুর রহমান জানান, উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির মাধ্যমে কৃষকের স্বার্থে পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস আলীর কাছে চাবি হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। অর্থ লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত।