পাঁচ প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস

নির্বাচন কমিশন পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের তথ্য তৃতীয় পক্ষের কাছে ফাঁস করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে। সোমবার নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এসব প্রতিষ্ঠান ইসির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলো বিভিন্ন সেবা দেওয়ার জন্য।

এনআইডি সেবা দিয়ে থাকে নির্বাচন কমিশন। এনআইডি তথ্যভান্ডারও ইসির নিয়ন্ত্রণে। সরকারি-বেসরকারি ১৮২টি প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তিবদ্ধ। তারা এনআইডির তথ্য যাচাই–সংক্রান্ত সেবা নিয়ে থাকে।

আজ সকালে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় করে ইসি। তাদের এ আলোচনা আরও চলবে।
ইসি সূত্র জানায়, যে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, সেগুলো হলো স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলাবিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

এই পাঁচটি প্রতিষ্ঠানের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে ইসি। কিভাবে তথ্য পাচার হয়েছে, সেটার ঘটনা ও অভিযুক্তদের বিষয়ে তথ্য দিতে বলেছে ইসি।