
সালথা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি মো. আরিফুল ইসলাম। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা প্রেসক্লাবের জরুরি সভায় সকল সদস্যের উপস্থিতিতে নতুন এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক গণসংহতি পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচারের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মারুফ, দৈনিক প্রলয়ের সালথা উপজেলা প্রতিনিধি জামাল হোসেন, দৈনিক শরিয়তপুর কন্ঠের সালথা উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুর ইসলাম, যুগ্ম-সম্পাদক রুবেল রানা।
অর্থ সম্পাদক দৈনিক দিনপত্রের মোঃ কামাল হুসাইন, দপ্তর সম্পাদক দৈনিক নাগরিক ভাবনার সালথা উপজেলা প্রতিনিধি মো. আবুল বাসার, প্রচার সম্পাদক দৈনিক বাঙালি সময় পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক শরিয়তপুর কন্ঠের সালথা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক দৈনিক দেশের পত্রের সালথা উপজেলা প্রতিনিধি আজিম সরদার, কার্যনির্বাহী সদস্য (৩ জন) দৈনিক সমাচারের সালথা উপজেলা প্রতিনিধি জয়ন্ত কুমার বিশ্বাস, দৈনিক বজ্রশক্তির ফরিদপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি শওকত হোসেন (মুকুল), দৈনিক বাঙালি খবরের স্টাফ রিপোর্টার শাখায়াত হোসেন।
নব-নির্বাচিত কমিটির সভাপতি চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) এসময় বলেন, একঝাক শিক্ষিত, মেধাবী ও তরুন সাংবাদিক নিয়ে আমাদের এই নতুন কমিটির পথ চলা শুরু হলো। সমস্ত অনিয়ম, দূর্নীতি পদদলিত করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। নতুন এই কমিটিতে পদ নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন বৈষম্য করি নাই এবং আমাদের মাঝে কোন বৈষম্য নাই। আমাদের এই পথচলায় সালথা উপজেলাবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।