
তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল সহ ছাত্র সমন্বয়ক প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।