দিন দুপুরে থানার সামনের ভবনে চুরি


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় থানার বিপরীতে রুপালী ব্যাংকের পাশে দিনে দুপুরে একটি ভবনের তিন ফ্লাটে ও অপর বাসায় রাতে মটর চুরি হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি বেলা ১১টার পরে তিনটি বাসার তালা কেটে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়েছে ও অপর বাসায় রাতে মটর চুরির ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা যায়, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস, নিয়ামুল হোসেন ও শহিদ মোল্লার ভাড়া বাসা থেকে
দিনে দুপুরে তালা কেটে দুর্ধর্ষ চুরি করে। ওপর পার্শ্বের আরিফ মিয়ার বাড়ি থেকে পানির মটর পাম্প নিয়ে যায় চোরেরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র বলেন সকাল বেলা আমি ও আমার সহধর্মিণী কলেজে চলে যাই। অপর ভাড়াটিয়া সহিদের স্ত্রী হাসপাতালে চাকুরি করার সুবাদে বাসা থেকে ৯টার দিকে বেরিয়ে যায়। অন্য ভাড়াটিয়া নিয়ামুল হোসেনের স্ত্রী টপি দুই দিন আগে ঢাকা বেড়াতে গেছে। এই সুযোগে বাসা ফাঁকা পেয়ে দরজার তালা কেটে নগদ টাকা স্বর্ণালংকার লুট ও দামী মালামাল চুরি করে নিয়ে যায়।

স্হানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন ৫ আগষ্টে ২৪ সালের পরে দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই, চোরের উৎপাত বেড়েই চলছে। খুনখারাবি এভাবে হলে মানুষ ঘর থেকে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত কঠোর হস্তে দমন করতে না পারলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হবে বলে দুঃখ প্রকাশ করেন তারা।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, চুরির সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।