গ্রেপ্তার ৫ সন্ত্রাসীর রিমান্ড চায় পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’র ঘটনায় দুইজন নিহত ও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি হয়। মামলা দুটির বাদী পুলিশ। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার পাঁচজনের রিমান্ড চেয়েছে পুলিশ।

গত বুধবার মধ্যরাতে চাঁদ উদ্যানে নিহত ব্যক্তিরা হলেন জুম্মন (২৫) ও মিরাজ হোসেন (২৬)। অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার পাঁচজন হলো- মো. মিরাজ (২৫), আল আমিন (২৪), মোহাম্মদ হোসেন (২৩), মোমিনুল (২০) ও মেহেদি হাসান (১৯)।

পুলিশ ও যৌথ বাহিনী বলেছে, চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। নিহত, গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন মোহাম্মদপুর এলাকায় অপরাধ করে বেড়াচ্ছে কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই। তবে বুধবার যৌথবাহিনি চাঁদ উদ্দ্যানে অভিযান চালাতে গেলে টিনের চালের উপর থেকে গুলি করে সন্ত্রাসীরা, পরে যৌথবাহিনিও গুলি করে। গোলাগুলি শেষে যৌথবাহিনি দুইজনের মৃত দেহ উদ্ধার করে এবং পাঁচজনকে আটক করে।