ভাসানী মঞ্চ থেকে গণমাধ্যম কর্মীর মরদেহ উদ্ধার

ভাসানী মঞ্চ থেকে গণমাধ্যম কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভোলা শহরের টাউন ক‌মি‌টি মাধ্যমিক বিদ্যালয় -এর বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চ থেকে ফাহিম আহমেদ মুন (২৬) নামের এক গণমাধ্যম কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করা হয়।

ফাহিম আহমেদ মুন বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। তবে তারা দীর্ঘদিন থেকে স্বপরিবার ভোলা শহরের কাচা বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকতেন। ফাহিম ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমসের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের প‌রিবার ও পু‌লিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন মুন। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে শনিবার সকালে স্থানীয়রা ভাসানী মঞ্চে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: আবু সাহাদাৎ হাসনাইন পারভজ ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, বাংলা স্কুলের এক‌টি সি‌সি টি‌ভির ফুটেজে প্রাথ‌মিকভাবে দেখা যাচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। তবে আমরা ঘটনাটি তদন্ত শুর করেছি, তদন্ত শেষ হবার পর বিস্তারিত বলা যাবে।