জাতীয় নাগরিক কমিটির আলফাডাঙ্গা শাখা ঘোষণা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি তালিকা ঘোষণা করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি (শনিবার) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়।

তামিম আহমেদ মিলন, মো. কুতুব উদ্দিন, মো. কামরুল ইসলাম, মো. সবুজ শেখ, মো. নাজমুল ইসলাম, মো. আরিফুর হারুন, শাওন সর্দার, মো. মিলন মোল্যা, মো. আল-আমিন, মো. মকবুল গাজী, ওমর ফারুক, মো. ইমরান হোসেন, মো. আবু বকর. মো. রিপন মোল্যা, মো. টুটুল শেখ, মো. হেলাল উদ্দিন, মো. জুয়েল, প্রবীর বিশ্বাস, মো. অনিক, মো. ফয়সাল, মো. শরিফুল ইসলাম, মো. মিজান তালুকদার, মো. নজরুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. দীপন আহমেদ, মো. রুহুল আমীন, মো. রাকিবুল ইসলাম, মো. রবি ইসলাম, মো. জসীমউদ্দিন, মো. আশিকুর রহমান ও মো. মনিরুল ইসলাম কমিটিতে স্থান পেয়েছেন।

ঘোষণাকৃত প্রতিনিধি কমিটির অন্যতম সদস্য তামিম আহমেদ মিলন সংবাদ প্রবাহকে বলেন, স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে আমরা রাজপথে লড়াই করেছিলাম। এখন সকল শ্রেণি পেশার মানুষদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

উল্লেখ্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি জুলাই ২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত আন্দোলনকারীর সমন্বয়ে গঠিত ।