নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সাভারের আশুলিয়ার নিজ বাসায় গুলিবিদ্ধ হন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা আজাদ।

দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায় পায়ে তিনটা গুলিবিদ্ধ হন এই অভিনেতা। এ সময় আজাদের স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নেসাও আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চলছে ব্যাচেলর পয়েন্টের এ অভিনেতার চিকিৎসা।আজাদের অবস্থা বর্তমানে শংকামুক্ত বলে জানিয়েছেন শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক কামরুজ্জামান।

পারিবারিক সুত্র জানায়,
রবিবার ভোরে গ্রিল কাটার শব্দ শুনেন আজাদ। দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে প্রতিরোধ করতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা, আজাদের পায়ে তিন রাউন্ড গুলিবিদ্ধ হয়। প্রতিরোধ করতে এলে আহত হন অভিনেতার স্ত্রী রোকসানা হক(৩৩) ও মা আজিজুন্নাহারও (৬৫)।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম সিদ্দিক বলেন, বাড়ির দ্বিতীয় তলায় রান্না ঘরের গ্রিল কেটে দুজন দুষ্কৃতকারী রান্নাঘরে ঢুকেছিল। বাড়ির লোকজন টের পেয়ে সেখানে গেলে অভিনেতা আজাদের দুই পায়ে তিন রাউন্ড গুলি করে দুষ্কৃতকারীরা। তার স্ত্রীকে রান্না ঘরে থাকা কড়াই দিয়ে আঘাত করে দুষ্কৃতকারীরা পালিয়ে যান। ঘটনাটি জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে ‘

তিনি আরও বলেন, ‘ আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে আমাদের পক্ষ থেকে তদন্ত অব্যাহত আছে। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিভিন্ন নাটকে ও লিডার সিনেমাতে কাজ করেছেন এ অভিনেতা।