নিয়ামতপুর বদলী জনিত পল্লী বিদ্যুতের ডিজিএমকে বিদায় সংবর্ধনা

নওগাঁর নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ( ২৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পল্লী বিদ্যুতের কার্যালয়ের হলরুমে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের সহকারী জেনারেল ম্যানেজার কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান।
বক্তারা বলেন, কর্মক্ষেত্রে মোসাদ্দেকুর রহমান সৎ ও সাহসী ছিলেন। দক্ষতা ও কর্মগুণে তিনি ডিজিএম পদে পদোন্নতি পেয়েছেন। তার ত্যাগ এবং অর্জনে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর শিক্ষনীয় বিষয় রয়েছে।