নরদাশ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদে মঙ্গলবার বিকেলে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।প্রতিপাদ্য বিষয়- অল্প সময়ে, স্বল্প খরচে, বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়)প্রকল্প স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ও অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়ন,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার, সহযোগী সংস্থা হিসেবে কাজ করেন ইকো-সোশ‍্যাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী এর আলোচ্য বিষয় ছিল গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মিটিং এর উদ্দেশ্যে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প পরিচিতিও কার্যক্রমসমূহ, গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জানানো, গ্রাম আদালত আইন ২০০৬(২০২৪ সংশোধনীসহ) গ্রাম আদালত বিধিমালা এর সাধারণ আলোচনার উদ্দেশ্য, গঠন প্রক্রিয়া,এখতিয়ার ও বিচার্য বিষয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম(রফিক)।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বারিক, নরদাশ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফখরুল আলম।
ইউপি সদস্য আব্দুর রশিদ, মহিলা ইউপি সদস্য নাজমা খাতুন,শেফালী বিবি,
গোড়শার বিএম কলেজের সহকারি অধ্যাপক সাজ্জাদ হোসেন রতন। নরদাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন,নরদাশ ইউনিয়ন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হক। মাস্টার আব্দুর রশিদ,নরদাশ ইউনিয়ন শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি ওয়াসিম আকরাম।সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান,যুবনেতা নওশাদ আলী প্রমূখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাগমারা উপজেলা গ্রাম আদালত বিষয়ক সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।