ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিস থেকে এ র্যালি বের হয়।
এবারের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার হোসনূল আরা তীন সোফিয়া, কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা শিক্ষা অফিসার মোহা. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. রাহাত ইসলাম, বন কর্মকর্তা শেখ লিটন, গার্লস স্কুল প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।