
“তোমার আমার বাংলাদেশ – ভোট দিব মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০২ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান৷ উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশারফ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি নাজমুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।