মান্দায় ভোগদখলীয় কবুলিয়ত সম্পতি জবরদখলের অভিযোগ



নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় কবুলিয়ত সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। উপজেলার বিলমান্দা মৌজার ১.৫৫ একর চিরস্থায়ী পত্তনী কবুলিয়ত সম্পত্তি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ করেছেন মো. আব্দুস সালাম।

অভিযোগে তিনি জানান, দাওইল গ্রামের সেলিম মোল্লা ও আব্দুর রাজ্জাক তার জমি জবরদখল করে বোরো ধান রোপণ করেছেন এবং জমিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখায় ও প্রাণনাশের হুমকি প্রদান করে ।


এ বিষয়ে আব্দুস সালাম রবিবার (২ মার্চ) মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ১৯৮৯ সালে সরকার তার পক্ষে চিরস্থায়ী পত্তনী কবুলিয়ত দেয় এবং তিনি দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু কিছুদিন আগে ওই জমি জবরদখল করা হয়।
ভুক্তভোগী আব্দুস সালাম আরও জানান, জমি ফিরে পাওয়ার জন্য তিনি থানাসহ বিভিন্ন দপ্তরে ধরণা দিলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধান দাবি করেছেন।


এ বিষয়ে অভিযুক্ত সেলিমের সঙ্গে কথা বল্লে তিনি জানান সালামের কাগজপত্র ভুয়া তাই আমরা শক্তির মূলে সালামের জায়গা দখল করে নিয়েছি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।