ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে বোয়ালমারী পৌরসভার কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাজী হারুন শপিং কমপ্লেক্সের ভবন তল্লাশি চালিয়ে, পিস্তল, মাদক ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, বুধবার পৌরশহরের ওয়াবদা মোড়ে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সে গোপন সংবাদের ভিত্তিতে তৃতীয় তলা তল্লাশি করে পুল ক্লাবের একটি গোপন লকার ভেঙ্গে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীনসহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীত সময়ে মার্কেটের ছাদ সংলগ্ন একটি রুম হতে একটি এয়ারগান ও কিছু পরিমান গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই কমপ্লেক্সের মালিক আব্দুল্লাহ কাজীকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তার দুইজন কর্মচারীকে আটক করে থানায় নেওয়া হয়। আটককৃত কর্মচারীরা হলেন, কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিন তলায় অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিক।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রকৃত অপরাধীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।