শনিবার (৮ মার্চ) বিকাল চার ঘটিকায়, জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশন এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও রমজানের মাসব্যাপি দারিদ্র্য,অসহায়, দুস্ত মানুষের মাঝে আর্থিক সহয়তা কার্যক্রম উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল(যুগ্ম মহাসচিব – বিএনপি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের মানুষের গরীব থাকার কথা নয় শুধু মাত্র যাকাতের উপরি ভিত্তি করে , আমার যদি আমাদের আয়ের সুনির্দিষ্ট পরিমাণ,যেটা কুরআন ও হাদিসে ব্যাখ্যা অনুযায়ী সে পরিমান যাকাত যদি প্রদান করি তাহলে তাহলে কোন দেশেই ,দরিদ্র থাকার কথা না। এবং তিনি আরও বলেন যদি যাকাতে উপর ভিত্তি করে রাষ্ট্র কাথামো গঠন করা যায়, তাহলে সেটার মাধ্যমেই মানুষের অনেক সমস্যার সমাধান করা যায়, তিনি বক্তৃতা কালে গ্রেটেস্ট ফাউন্ডেশনে যারা উদ্যোক্তা আছে তাদের বলেন, এখান থেকে যে তৌফিল তৈরী হবে সে তৌফিলের অর্থ রাজনীতিক বিবেচনার ঊর্ধ্বে গিয়ে প্রকৃতির অসহায়ের মাঝে বিতরনের প্রত্যাশা রাখেন।
অনুষ্ঠানের সভাপতিত্বে দায়িত্বে পালন করেন দ্যা গ্রেটেস্ট ফাউন্ডেশনের সভাপতি শিহাব খান।
