লক্ষীপুর-১ (রামগঞ্জ) বিএনপির সাবেক সংসদ সদস্য মারা গেছেন


সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ রাত ১১.৫৭ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং লক্ষীপুর -১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে লক্ষীপুর-১ (রামগঞ্জ উপজেলা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।