
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ সহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে নওগাঁর মান্দায় “নওগাঁ টেক্সটাইল ইন্সটিটিউট” এর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
আজ মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় নওগাঁর মান্দায় “নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট” এর শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, অত্র টেক্সটাইল ইন্সটিটিউট শিক্ষার্থী জাকারিযা ও মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরিচালিত হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন, টেক্সটাইল শিক্ষার্থী তানিয়া,বর্ষা,শামিমা, জাকারিয়া, মিজানুর, জাহিদ হাসান,সোহান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ধর্ষকের কোন ঠাঁই হবে না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করাই আমাদের একমাত্র দাবী।
শিশুকন্যা আছিয়ার ধর্ষণকারীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের শাস্তি প্রকাশ্যে ফাঁসি এবং প্রতিটি ধর্ষণ মামলার বিচার ৯০ কার্য দিবসের মধ্যে শেষ করতে হবে।
পরবর্তী সময়ে আর কোন মা,মেয়ে,বোন যেন ধর্ষণের শিকার না হয়। বিক্ষোভ শেষে উপস্থিত সকলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন ও গণস্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া বরাবর স্মারকলিপি প্রদান করেন।
অবিলম্বে সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য ফাঁসি কার্যকর করা না হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা হুঁশিয়ারী উচ্চারণ করেন।