
নওগাঁ মান্দায় ২৪- ২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ উদ্বোধন করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান মকে। এসময় উপস্থিত ছিলেন ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, ইউপি সচিব এস এম গোলাম সারোয়ার, উপজেলা ট্যাগ অফিসার রিসার্চ ইন্সট্রাক্টর নাজমুল হুদা, এছাড়াও উথপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য সহ সংরক্ষিত মহিলা আসনের সদস্যগণ ।
বিতরণ কালে ৭ নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, আমার ইউনিয়নে ২০০৬ জন সুবিধাভোগীর মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।