দেশব্যাপী ধর্ষক ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমাজ। মঙ্গলবার (১৮ মার্চ ২০১৫) দুপুর ১.১৫ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভিন্ন মিডিয়ায় কর্মতর সাংবাদিকগণ। বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নারী সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন। সারাদেশের ধর্ষণ নির্যাতন, হত্যার, তদন্ত সাপেক্ষে বিচারসহ নারী পুরুষের বৈষম্য এড়াতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ৪ দফা দাবি উপস্থাপন করা হয়।
দাবিসমূহ:
১। আছিয়ার ধর্ষক ও খুনিদের দ্রুত ফাঁসি চাই।
২। দেশব্যাপী ধর্ষণ, খুন, বিভিন্ন ধরনের নির্যাতনের দৃষ্টান্তমূলক শান্তি চাই।
৩। সারাদেশে অর্থাৎ সকল পাড়া, মহল্লায় সকল বয়সের নারীদের ডিফেন্স শিক্ষা করার জন্য একটি করে কেন্দ্র চাই।
৪। প্রতিটি বাস এবং রেল স্টেশনে বেবি ফিডিং এর ব্যবস্থা চাই।