আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে পোস্ট দিয়েছেন ইলিয়াস হোসেন

Screenshot

মহাখালীর বাসায় বসে ওয়ার্ড কাউন্সিলরদের থেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রতিনিধিরা, অভিযোগ যুক্তরাষ্ট্র প্রবাসী ও অনলাইন যোদ্ধা ইলিয়াস হোসেনের।

আজ তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে এই অভিযোগের কথা লিখেন ইলিয়াস হোসেন।

ইলিয়াস হোসেনকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানে অনলাইনের মাধ্যমে। সাহসী এই ছেলে যাকে-তাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়। দেশের মানুষ যেটা জানে না, সেটা ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্র থেকে জানতে পারে।

আজ ফেসবুকে এক পোস্টে ইলিয়াস হোসেন দুই আসিফের দুর্নীতি ও অর্থ উপার্জন নিয়ে আতংকিত হবার মতোন খবর প্রকাশ করেছেন।

 তিনি যাহা লিখেছেন, সেটা হুবহু পাঠকের জন্য তুলে ধরা হলো- আসিফ নজরুলের চালা আসিফ মাহমুদের শতকোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। মহাখালীর একটি বাসায় বসে ঢাকা উত্তরের ১২৯ টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। 

মহাখালী ডিওএইচএস এর ৩১ নং রোডের ৪৬৯ নং বাসার ৩য় তলায় চলছে রমরমা এই বানিজ্য । সর্বশেষ ইন্টারভিউসহ লেনদেনগুলো দেখাশোনা করছে বৈষম্যবিরোধীর আবু সাঈদ লিওন। যে আসিফ মাহমুদের ক্যাশিয়ার। নাগরিক কমিটির যুগ্ম সদস্য-সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুতফর, যে কিনা ছাত্রঅধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধ’র্ষণের অভিযোগে গ্রে’প্তার হয়েছিল। ধ’র্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলো। 

১৫ মার্চ দুপুর ১১টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়, নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুতফর ও পাশে আর দরজার শুরুতে বসা ছিলেন লিওন। এভাবেই চলছে সংস্কার। ওয়ার্ড কাউন্সিলর প্রতি ৫০ লাখ।