জুলাই ২০২৪ -এর ছাত্র-জনতার আন্দোলনে নিহত জসিম উদ্দিনের মেয়ে (১৭) রাস্তা থেকে উঠিয়ে নিয়ে সংঘবন্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।পটুয়াখালীর দুমকি উপজেলার বাসিন্দা নিহত জসীমউদ্দীন, নিহত বাবার কবর জেয়ারত শেষে নানার বাড়ি যাওয়া পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে তিনি অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহীদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জেয়ারত শেষে নানার বাড়ি পাঙ্গাশিয়ায় যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। এক পর্যায়ে ভুক্তভোগীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তারা।
বুধবার (১৯ মার্চ) ভুক্তভোগী দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সরেজমিনে পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।