এবারের ঈদে লম্বা ছুটিতে চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবারের ঈদে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। ফলে এই ঈদে মোট ছুটি ৯ দিন।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল, ২০২৫ ছুটি ঘোষণা করায় এবারে টানা ৯ দিনের ছুটি (সাপ্তাহিক ছুটিসহ) ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ।

ছুটি শুরু হবে ২৮শে মার্চ থেকে এবং শেষ হবে পাঁচই এপ্রিল। নয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে ঈদ উপলক্ষ্যে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করে সরকার। ৩১শে মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২৯, ৩০, ৩১শে মার্চ এবং পহেলা ও দোসরা এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি। 

মূলত ঈদের ছুটির আগে-পরে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি পড়ছে। মাঝখানে ৩ এপ্রিল, বৃহস্পতিবার অফিস খোলা ছিল।

এখন তেসরা এপ্রিল ছুটি ঘোষণা করায় টানা ছুটি মিলবে নয় দিন।