‘জনতার দল’ শীর্ষক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘সাম্য ন্যায্যতা প্রগতি’ স্লোগান নিয়ে নতুন একটি  রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। ‘জনতার দল’ শীর্ষক রাজনৈতিক দলের নেতৃত্বে বেশির ভাগেই থাকছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে দলটি।

 ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এই দলের আহ্বায়ক। মেজর (অব.) দেলোয়ার এইচ খানকে দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র করা হয়েছে। দলটির আহ্বায়ক ও সমন্বয়ক ছাড়া আর কোনো সাংগঠনিক পদে কোনো নেতার নাম ঘোষণা করা হয়নি। জনতার দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ঈদের পর।

শামীম কামাল জানান, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকলেও নতুন দলে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণ থাকবে। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করবো। মীমাংসিত বিষয়ে আমাদের কোনো বিতর্ক থাকবে না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এই দলের বেশির ভাগ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা; তাঁদের সঙ্গে আছেন সাবেক সরকারি কর্মকর্তা, ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রভাবশালী ব্যবসায়ীরা। তাঁদের মধ্যে গণমাধ্যমের মালিকানা আছে, এমন ব্যবসায়ীও আছেন।

বৃহস্পতিবার জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়।

দলের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল বলেন, ‘আমাদের রাজনৈতিক দর্শন ফিলিস্তিন। ফিলিস্তিনে নেতা তৈরি হতে দুই ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই না। আমরা শুধু সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে চাই।

জনতার দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দল ঘোষণার আগে কয়েক মাসে দেশের বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। তাঁদের মধ্যে বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ছাড়াও জাতীয় পার্টি, গত সংসদে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীরা রয়েছেন। সারাদেশের বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক সেনা অফিসার আমাদের সাথে যুক্ত হতে পারে।

এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ এক সমন্বয়ক বলেন, ‘৩ আগস্ট থেকে আন্দোলন করেছি আমরা, অথচ আমাদের কোথাও রাখা হয়নি। এটা বাজে রকম বৈষম্য হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্রীভাবে তারা পিটিয়েছে আমাদের প্রতিনিধিদের, যাঁদের মধ্যে নারীরাও ছিলেন। এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। আমরা নতুন রাজনৈতিক পার্টি ‘জনতার দলের’ সাথে আছি।

জানা গেছে, নতুন দল গঠনে সব থেকে বেশি কাজ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। শামীম কামালের বাবা লালমনিরহাটের প্রয়াত সংসদ সদস্য মুজিবর রহমান।

মজিবর রহমান ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ২০১৪ পর্যন্ত মোট ৭ বার সংসদ নির্বাচন করেন। লালমনিরহাট-২ থেকে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৬ সালে এই সংসদ সদস্য মারা যান।