মান্দায় জামায়াতে ইসলামী নেতাকর্মীর সঙ্গে সাংবাদিকের মতবিনিময় সভা


নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার নেতাকর্মীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা মাজলিসুল মোফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা মোঃ মোস্তফা আল আমিন,সহকারি সেক্রেটারী রফিকুল ইসলাম, যুব-সেক্রেটারী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ,সাবেক ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম ,মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডঃ মোঃ তোফাজ্জল হোসেন ও তেঁতলিয়া ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল।