নিখোঁজ শাহরিয়ার ফাহিমের সন্ধান চায় তার পরিবার



মোঃ শাহরিয়ার ফাহিম (১৩) নামে এক কিশোর গত ২১ মার্চ বিকেল ৩টার দিকে রাজধানীর সাভার থানার জামি’আ ইসলামিয়া অলি ইবনে উসমান খান দক্ষিন শাহীবাগ, মজিদপুর, আইচানোয়াদ্দা বিরুলিয়া রোড সাভার ঢাকা থেকে হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ শাহরিয়ার ফাহিমের সন্ধান চেয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার। সোমবার (২৪ মার্চ) এ জিডি করা হয়। জিডি নং-২০৬৭। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবী। এ ছাড়া তার গায়ের রং- উজ্জ্বল, উচ্চতা ৪ ফিট ২ ইঞ্চি। নিখোঁজ মোঃ শাহরিয়ার ফাহিমের পিতার নাম- মোঃ রুবেল হোসেন, মাতার নাম- রুমা আক্তার । শাহরিয়ার ফাহিমের বর্তমান বাসার ঠিকানাঃ ৬৫/৩ উত্তর রাজশন, থানা- সাভার, ঢাকা। শাহরিয়ার ফাহিমের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ০১৭১৮-৬৯৪৪০৩ (বাবা) ০১৬৩৫-৪৩৬৩৮৭ (মা)
০১৪০২-০০৭৬৮৭