বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এই মার্চে। রেমিট্যান্স আয়ে ইতিহাস সৃষ্টি করে মার্চ মাসের প্রথম ২৬ দিনেই রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৫০ লাখ ডলার বা ২.৯৫ বিলিয়ন। এই প্রবাসী আয় দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।
বাংলাদেশ ব্যাংকের এক সূত্রে জানা যায়, দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে গত ডিসেম্বরে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়ে যায় প্রবাসী আয়ের গতি। একই সঙ্গে কমেছে হুন্ডি ও অর্থপাচার।
দুর্নীতিবাজ সরকারের পতনের পরে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতর কেন্দ্র করে আরও বেশি বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।
চলতি (২০২৪-২৫) অর্থবছরের আট মাসে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরে প্রথম আট মাসে এসেছিলো এক হাজার ৪৯৪ কোটি ডলারের রেমিট্যান্স। বছর হিসেবে এই অর্থবছর, রেমিট্যান্স আসার পরিমাণ পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে।