
নওগাঁর মান্দায় প্রায় ৪ লক্ষ টাকার মাছ চুরি করার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে পুকুর পাড়ে রোপণকৃত ৩ শত টি কলা গাছ কর্তন করেছেন অভিযুক্তরা।
ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউপির বড় বেলালদহ গ্রামে।
এঘটনায় শনিবার (২৯ মার্চ) দুপুরে অভিযুক্তদের বিরুদ্ধে আব্দুল ওহাব নামে এক ব্যক্তি বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার বড় বেলালদহ গ্রামের শান্ত মোল্লা (৩৮), আব্দুল জব্বার (৫৫), সারজিদ আলম (৩৫), ছোট বেলালদহ গ্রামের আব্দুল করাতি (৫৫) ও হামিদুর রহমান (৩৫) সহ অজ্ঞাত ৮-১০ জন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার কামারকুড়ি গ্রামের মকবুল হোসেনের নিকট থেকে বাদী ৫ বছরের জন্য লিজ গ্রহণ করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। একইসাথে পুকুর পাড়ে কলা গাছ রোপণ করে বাগন তৈরি করেন।
লিজ নিয়ে পুকুর চাষাবাদ করার সময় অভিযুক্তরা নিজেদের বলে প্রায় ঝামেলা করতেন। এরই জের ধরে শুক্রবার গভীর রাতে অভিযুক্তরা পুকুরপাড়ে প্রবেশ পূর্বক মাছ মেরে কলা কর্তণ করে চলে যান। পুকুর থেকে মাছ চুরির পারে বাদীর পিতা ফজলুর রহমান ও পুকুর পাহাদার আইনাল হকসহ জাহাঙ্গীর আলম ও কাওসার রহমানকে ভয়ভীতি প্রদর্শনপূর্বক টিনসেডে আটক করে মাছ চুরি করে নিয়ে যায়। এসময় অভিযুক্তরা বাদীর পিতাকে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন।
এব্যাপাারে অভিযুক্ত শান্ত মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা থেকে বাঁচতে আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করছেন।
এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, এসংক্রান্ত বিষয়ে আব্দুল ওহাব বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।