মান্দায় পেশাজীবীদের সঙ্গে জামায়াত ইসলামের মতবিনিময় ও ইফতার মাহ্ফিল



নওগাঁর মান্দায় পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী মান্দা উপজেলা শাখার মতবিনিময়, দোয়াও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) বিকেলে মান্দা উপজেলার দলীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় পেশাজীবীদের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারেনটেনডেন্ট ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমির ডাক্তার মাওলানা আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখার আমির ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা খন্দকার আব্দুর রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মোঃ মোয়াজ্জেম হোসেন, সংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, অফিস সম্পাদক আইনাল হকসহ জামায়াতে ইসলামের সহযোগী সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোঃ রায়হান আলী মান্দা (নওগাঁ) প্রতিনিধ তাং ৩০/০৩/২৫