ভোলায় মোস্তফা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দ ১নং ওয়ার্ডের মোস্তফা (৮০) হত্যা মামলার মূল আসামি শামসুদ্দিন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। নিহত মোস্তফা, দক্ষিণ চর আনন্দ, ১নং ওয়ার্ডের পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

গত ১ এপ্রিল বিকাল ৪টায় ইলিশা ইউনিয়নের দক্ষিণ চর আনন্দে মোস্তফার বসতঘরের সামনের উঠানে গরু বাঁধা ও ময়লা ফেলার বিষয় নিয়ে আসামি শামসুদ্দিন তাকে মারধর করে। মারধরের একপর্যায়ে মোস্তফা অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় মৃত মোস্তফার স্ত্রী মোসা. সামসুন্নাহার বেগম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১নং আসামী মো. শামসুদ্দিনকে(৪৭) রাত অনুমান ৪টার সময় বাপ্তা ইউনিয়নের বোটের ঘর এলাকা থেকে গ্রেফতার করে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।