
রাজশাহীর বাগমারায় এ্যাডহক কমিটির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার এবং জেষ্ঠতা লঙ্ঘন করে দায়িত্ব অর্পণ অপ-চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল ) বেলা সাড়ে বারো’টায় গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া মহাবিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি, শিক্ষক-কর্মচারী’ এবং এলাকাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের সভাপতি এবং গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাস্টার সৈয়দ আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহামুদুউজ্জামান, শিক্ষক প্রতিনিধি আয়নাল হক, জেষ্ঠ্য প্রভাষক মেছের আলী, ওবাইদুর রহমান, বিমান কুমার চক্রবর্তী, মদন কুমার পাল, হারুর-অর রশীদ, আরিফ হোসেন, বদরউজ্জামান সহ, অনেকে লিখিত ও মৌখিক বক্তব্য রাখেন। এ সময় সকল শিক্ষক-কর্মচারী এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৬ এপ্রিল, স্থানীয় মৃত হামিদ শেখের ছেলে এনামুল হক (তিনিও এ্যাডহক কমিটির স্ব-ঘোষিত দাবীদার) কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে সংবাদ সম্মেলন উল্লেখ করা হয়। সম্মেলন থেকে দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করা হয়েছে। মুঠোফোনে অভিযুক্ত এনামুল হকের নিকট জানতে চাইলে, বোর্ডের কোন ডকুমেন্টস নেই স্বীকার করে বলেন, হুমকি দেয়ার বিষয়টি সঠিক নয় ।
অপর দিকে একই দিন নবাগত এ্যাডহক কমিটির সভাপতি ও গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহানাজ বেগমের সাথে শিক্ষক-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বলে কলেজ সূত্র জানিয়েছে।