
নওগাঁর মান্দায় ঐতিহাসিক কুশুম্বা শাহী মসজিদের ৫শত বছর উৎযাপন উপলক্ষে ইউএনও’র মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র অফিস রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও শাহ আলম মিয়া বলেন, ঐতিহাসিক কুশুম্বা শাহী মসজিদের ৫শ বছর পূর্তি উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে মসজিদটির প্রচার প্রচারণা করার উদ্যোগ গ্রহণ করেছি। যা ইতিপূর্বে কখনও করা হয়নি। ঐতিহাসিক মসজিদটির সুচনা লগ্ন থেকে এখন পর্যন্ত কেউ শত বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়নি। তাই ব্যাপক প্রচার প্রচারণা মসজিদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, শতবর্ষ অনুষ্ঠানে বি়ভিন্ন শ্রেণী পেশার সচেতন মানুষকে যুক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, কুশুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শাহী কুসুম্বা মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল আমিন ও ছোটমল্লুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদারসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।