
নওগাঁর মহাদেবপুরে অপহরণের শিকার নপুর বালা নামে এক নারীকে উদ্ধারের পর আবারো জোরপূর্বক অপহরণের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নে গাহলী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুপুর বালার বাবা আনন্দ চন্দ্র অভিযোগ করে বলেন, গত (২২ মার্চ) মহাদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। অভিযোগ সূত্রে জানা যায়, গাহলী উত্তরপাড়া গ্রামের শ্রী বিপ্লব (২৮), আমার মেয়ে নুপুর বালা (২৫) কে কীর্তন প্রশিক্ষণ নিতে যাওয়া ও আসার পথে ০১নং বিবাদী বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিবাদীর কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আমার মেয়েকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রধান সহ হুমকি প্রদান করেন । উক্ত বিষয়ে আমার মেয়ে আমাকে জানাইলে আমি বিবাদীকে এরূপ করিতে নিষেধ করি। এতে বিবাদী ক্ষিপ্ত হয়ে গত ২২-০৩-২০২৫ তারিখে আনুমানিক রাত ০৩:০০ ঘটিকার সময় অপর দুই আসামির সুবল ও শ্রীমতি মীরা রানী সহযোগিতায় আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।পরবর্তীতে অভিযুক্ত বিপ্লবের বাড়ি হতে স্থানীয় সহায়তায় আমার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। এমতাবস্থায় শনিবার (১২এপ্রিল) অভিযুক্তরা স্থানীয় ইউপি সদস্যর সহযোগিতায় আবারো আমার মেয়েকে জোর করে তুলে নেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় ইউপি সদস্য পরিমলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলো তাকে পাওয়া যায়নি। এই ঘটনায় নুপুর বালার দ্বিতীয় স্বামী বিপ্লব জানান, আমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নুপুর পূর্বের স্বামীকে ডিভোর্স করে। এর পর আমরা কোর্ট ম্যারেজ করে বিবাহ করি এবং সংসার করে আসছি, এমতঅবস্থায় আমার শ্বশুর শাশুড়ি গ্রামবাসীকে সঙ্গে নিয়ে একটা অনুষ্ঠান থেকে আমার স্ত্রীকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। আমার স্ত্রীকে উদ্ধারে থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে মহাদেবপুর থানার উপ -পরিদর্শক সজীব হাসান জানান, নুপুর বালার দ্বিতীয় স্বামী বিপ্লবের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম উভয়পক্ষের সাথে কথা হয়েছে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান চেষ্টা চলছে। এছাড়াও নুপুর বালার প্রথম স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানিয়েছেন নুপুর বালার বাবা।