সৌরভ গাঙ্গুলি আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দ্বিতীয়বার আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন হিসেবে এই দায়িত্ব পেলেন প্রিন্স অফ কলকাতা।

 একই সঙ্গে এই কমিটিতে দায়িত্ব পেয়েছেন  সৌরভের সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণচ। তাকে এই কমিটির সদস্য পদে রাখা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সৌরভ গাঙ্গুলি ২০২১ সালে প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গাঙ্গুলি তার সাবেক সতীর্থ অনিল কুম্বলের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছর দায়িত্ব পালন শেষ করে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ালেন।     

গাঙ্গুলি ও লক্ষ্মন ছাড়াও এই কমিটিতে আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক টেম্বা বাভুমা ও ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় ব্যাটার জোনাথন আছেন।